Quantcast
Channel: DESIBEES - All Forums
Viewing all articles
Browse latest Browse all 11760

স্নেহুলের কাহিনী

$
0
0

“ফ্রেন্ডস চ্যাট সার্ভিসে আপনাকে স্বাগত জানাই... এই কলের জন্য আপনাকে দিতে হবে মাত্র তিন টাকা প্রতি মিনিটের শুল্ক... দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুণ... দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুণ... দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুণ... আমার আপনার কল এখনই একটি বন্ধুর সাথে কানেক্ট করতে যাচ্ছি...”
মোবাইল ফোনে পাঁচ অক্ষরের নম্বর ডায়াল করতেই রেকর্ড করা আওয়াজ শুনতে পেলাম।
পূজার পরেও এই বছর আমি পাঁচ দিনের ছুটি নিয়েছিলাম। ছুটি নিয়েছিলাম বলাটা ঠিক হবে না, সত্যি বলতে গেলে আমাকে ছুটি নিতে হোল, কারণ আগেকার মত এই বছর থেকে অফিসে আর Leave encash করা যাবে না। কোম্পানি নিয়ম বদলে দিয়েছে। পূজার কটা দিন দুর্গাপুরে নিজের বাড়িতে কাটিয়ে এলাম কিন্তু যথারীতি তথা মত বৌদির চ্যাটাং- চ্যাটাং কথা আর কারণে অকরণে খালি খালি পিন মারা অভ্যাসটা আর গেল না... তাই ঠিক করেছিলাম যে এই ছুটি আমি নিজের কলকাতার PG তেই কাটাব। দেখতে দেখতে আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল যে আমি কলকাতা শহরে একটা নামি দামী কল সেন্টারে কাজ করছি, আর জীবনে আমি এখনো একা... এমন কি আমি PG তেও একাই থাকি...
“ফ্রেন্ডস চ্যাট সার্ভিসে আপনাকে স্বাগত জানাই... দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুণ... দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুণ... আমার আপনার কল এখনই একটি বন্ধুর সাথে কানেক্ট করতে যাচ্ছি...”
আজ জানি না কেন এখনও আমার এক বোতল বিয়ার শেষ হয়ে নি কিন্তু আমি এটা জানি, এই ফ্রেন্ডস চ্যাট সার্ভিসে আমার কারুর সাথে কথা না বলেই বিল উঠছে, কিন্তু কি করব? বেশ একটা নেশা নেশা ভাব ধরে গেছে... কারুকে নিজের নম্বর না জানিয়ে একটু দুষ্টু মিষ্টি কথা বলতে খুব ইচ্ছে করছে। আমার এক বান্ধবী – জুলি, আমাকে এই চ্যাট সার্ভিসের ব্যাপারে বলে আর সে কয়েক দিনের মধ্যেই  তিন চারটে  ভাল বয় ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে, তাদের সাথে দেখা করেছে আর আমি জানি যে ও নিশ্চয়ই তাদের সাথে শুয়েওছে... আমাকে জুলির মত অতোটা ঝাঁঝাল আর সেক্সি দেখতে নয় কিন্তু আমর মধ্যে একটা মিষ্টত্ব আছে... দেখি আমার কপালে কি আছে?
“হ্যালো?”, অবশেষে আমি একটা আওয়াজ পেলাম
“হ্যালো, কে বলছ?”, আমি জিজ্ঞেস করলাম
“আমার নাম স্নেহুল? তুমি কে বলছ?”
“আমার নাম, নেহা... কথায় থাক তুমি?”, ইস্‌! নিজের আসল নামটা বলে ফেললাম...
“আমি, সোদপুরে থাকি? আর তুমি?”
“আমি, শ্যামনগরে থাকি...”
“স্নেহুল আর নেহা... মনে হচ্ছে আমাদের জমবে ভাল...”, সে বলল।
“আমাকে না দেখে, না চিনে কি করে এই কথা বলছ?”
“জানি না কেন... মনে হোল... আচ্ছা তুমি কি কর নেহা?”
“আমি, চকারি করি... আর তুমি?”
“আমিও চাকরী করি... তোমার বাড়িতে কে কে আছে?”
“মা আছেন, বাবা আছেন, দাদা আর বৌদি, ... তোমার বাড়িতে কে কে আছে?”, আমি সাধারণ ভাবেই প্রশ্নটা করেছিলাম কিন্তু জানতাম নে যে যা শুনব তাতে আমর মনটা এই একটা অচেনা অজানা মানুষের দিকে ঢলে পড়বে।
“বলি?”, স্নেহুল আমাকে এই কথা জিজ্ঞেস করে কিছুক্ষণ চুপ করে রইল।
আমি কৌতূহল বসত জিজ্ঞেস করলাম, “হ্যাঁ, বল...”
“বললে তুমি বিশ্বাস করবে না...”
“কেন?”
“আমার বাড়িতে কে কে আছে আমি তা সঠিক জানি না?”
“মানে?”
একটা দীর্ঘ নিশ্বাস ফেলে, স্নেহুল বলতে আরম্ভ করল, “আমার যখন প্রায় দুই কি আড়াই বছর বয়স, আমি একটা মেলাতে হারিয়ে গিয়ে ছিলাম... আমাকে একটি মহিলা নিজের বাড়িতে নিয়ে আসেন আর উনিই আমাকে মানুষ করেছেন... আমি ওনাকেই মা’ মণি বলে ডাকি...”
শুনে আমি একবারে স্তব্ধ হয়ে গেলাম।
স্নেহুল কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল, “কি হোল নেহা?”
“না... মানে তুমি যে একটা খুবই মর্ম স্পর্শী ব্যাপার বললে...”, আমি একবারে আশ্চর্য হয়ে এই কথা গুলি শুনছিলাম।
“যাক, আমার সাথে যা হবার তা হয়ে গেছে, এখন আমি একটা সরকারি দফতরে একজন জুনিয়ার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি... এবারে তোমার কথা বল...”
আমি কিছুক্ষণ চুপ থাকার পরে বললাম, “তুমি বিয়ে করেছ?”
“না...”
“তোমার বয়েস কত?”
“৩২... আর তোমার?”
“২৪...”, আমি নিজের বয়েস কমিয়েই বললাম। সব মেয়েরা তো তাই করে।
“ভাল- আশা করি আমর সাথে তোমার বন্ধুত্ব করতে কোন আপত্তি নেই...”
“তোমাকে দেখতে কেমন, নেহা?”
“হুম”, আমি একটু মৃদু হেঁসে বললাম, “আমি পাঁচ ফুট ৪ ইঞ্চি লম্বা, গায়ের রঙ্গ উজ্জ্বল শ্যামবর্ণা, মাথার চুল কোমর অবধি লম্বা...”, জানি না কেন- এটা বোধ হয় বিয়ারের নেশার প্রভাব- যে আমি একটু ইতস্ততা করা সত্যেও বলেই ফেললাম,
“ আর আমি ৩৪ সাইজের ব্রা পরি...”
“আর তোমার কাপ (Cup) সাইজ?”
B....”, আমি এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না ।
ক্রমশঃ

Viewing all articles
Browse latest Browse all 11760

Trending Articles